Site icon Shaili Tv

বৃক্ষসম নত / গৌরী প্রভা দাশ

ভালোবাসা হয়েই থাকে বিধি নিষেধ ভুলে
বন্ধ মনে আলোর প্রবেশ হঠাৎ কপাট খুলে।

ভালোবাসা সবার কাছে দেয় না ধরা সহজে
ভালোবাসার পোক্ত আসন বসলে গেড়ে মগজে।

ভালোবাসা কাছে আসে বাধার পাহাড় ঠেলে
মনের ঘরে উড়ে বেড়ায় ইচ্ছে ডানা মেলে।

ভালোবাসার নিত্য সাথি ঝঞ্জা তুফান শত
ভালোবাসলে তাই হতে হয় বৃক্ষসম নত।

ভালোবাসা হিসেব বিহীন হয় না আধাআধা
ভালোবাসা মানে না তাই নিষেধ ধরাবাধা।

ভালোবাসলে রচিত হয় বিষাদ বিরহগাথা
কান্না হাসির আড়ালে রয় মনের গোপন ব্যথা।

ভালোবাসায় মিশে থাকে মান অভিমান জ্বালা
কণ্ঠে শোভে নীলমণি হার যেন জয়মালা।

ভালোবাসায় ভীষণ দামী প্রাপ্তি হলো দুখ
ভালোবাসায় মিলে তবু অন্যরকম সুখ।

Exit mobile version