Site icon Shaili Tv

বৃষ্টি এলে / মনজু আলম

বৃষ্টি এলে মন থাকে না
মনের ভেতর একলা ঘরে,
ইচ্ছে মত ছুটতে থাকে
মর্ত্য পাতাল তেপান্তরে।

বৃষ্টি এলে তোমায় দেখি
গাছের পাতার ফাঁকফোকরে,
ঘুমন্ত সব স্মৃতিগুলো
জাগতে থাকে একেক করে।

বৃষ্টিকণা যখন দেখি
গাছের পাতায় ঠুমরি নাচে,
মিষ্টি সুরে ডাকতে বড়ই
ইচ্ছে করে তোমায় কাছে।

বৃষ্টি এলে গুনগুনিয়ে
গান গেয়ে যাই কত শত,
বদ্ধ চোখের বায়োস্কোপে
তোমায় দেখি অবিরত!

বৃষ্টি এলে হৃদয় কেমন
অবুঝ অবুঝ অচিন পাখি
বারণ শাসন মানতে না চায়
কেমনে তারে সমঝে রাখি?

বৃষ্টি এলে হরহামেশাই
মন কেমনের খেলা চলে,
আবেগ মোমের নাজুক ডেলা
ঝরতে থাকে গলে গলে।

Exit mobile version