Site icon Shaili Tv

বৃষ্টি নামুক / সাদিয়া পিংকী

আজ বৃষ্টি নামুক
তোমার চোখের কোণ
ছুঁয়ে ছুঁয়ে, ভিজিয়ে মন
ভাসিয়ে চোখের পাতা ।

বরষা নামবে
অধরোষ্ঠ ছাড়িয়ে
বুকের গহীন গভীরে
যেখানে অচেনা ধাঁধা।

প্রখর রোদে
যখন দগ্ধ আমি তুমি
জনারণ্য বিরান ভূমি
চারদিকে শ্বাপদের দাঁত।

আমরা আজকে
একাই চলছি পথে পথে
নিজের মতো -নিজের মতে
বন্ধনে বেঁধে হাত।

চলছে জীবন
আঁকাবাঁকা বা সোজা –
হয়ত পাথুরে বোঝা
জীবনের ঘানি টেনে ।

চলেছি আমরা
একঘেয়ে সেই পথে
হয়ত স্বরূপে, নাহয়
কারো রক্তচক্ষু মেনে ।

জানিনা ভীষণ
উদাস আজকে মন
শুরু বুঝি বরিষণ
আজকে আমার শ্রাবণ ।

‌বহুদিন পর
ভাসিয়ে দিয়ে সৃষ্টি
আজ নামুক বৃষ্টি
আসুক আবার প্লাবণ।

Exit mobile version