বাড়ি সাহিত্য কবিতা বৃষ্টি পদ্য / সৈয়দ খালেদুল আনোয়ার কবিতাচট্টগ্রামদেশসাহিত্য বৃষ্টি পদ্য / সৈয়দ খালেদুল আনোয়ার সৈয়দ খালেদুল আনোয়ার প্রকাশিত : বুধবার , ৫ জুলাই, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ 261 বৃষ্টি করে ঝাপসা চোখের দৃষ্টি স্বচ্ছ দেখি তোমার মনের কৃষ্টি। কদম কেয়া ছড়িয়ে দিলে হাস্য আমি বুঝি তোমার মনের ভাষ্য। মেঘের খামে আসলো তোমার পত্র মনের মরু পেলো জলসত্র। বৃষ্টি পদ্য তোমার আমার জন্য আজ দুজনার হিসাব হবে অন্য। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আজিজ রাহমান, ইসমাইল জসীম ও কানিজ ফাতেমার কিশোর কবিতা / আহমেদ মাওলা শিশির / বাসুদেব খাস্তগীর অবচেতন মনে / লিপি বড়ুয়া