কেউ কি অমন বৃষ্টি দিতে পারো
যে ঝরবে অঝোর ধারা
ভিজে ভিজে হবো সারা
বৃষ্টি ধারায় ভুলবো দুঃখ যত গাঢ়।
যে ভোলাবে জ্বালা, ভোলাবে স্মৃতি
ভোলাবে কদর্যতা
ভুলবো ভুলপ্রেম, ভুল বন্ধু, ভুল ভালবাসার
দুঃখ বিষণ্ণতা।
বৃষ্টি ভোলাবে ফেলে আসা কষ্টের ঝাঁপি
হৃদয় কোটরে যা ধরে আছে টুটি চাপি।
যে ধারা ভেজাবে ভেদ বিভেদের কলুষ জঞ্জাল
অন্ধবিশ্বাস, বন্ধ সংষ্কার, যা হয়ে আছে ধুম্রজাল।
ভুলতে চাই, যা কিছু দৃশ্যপট
গলে পরানো লাজ পোড়া বালু মরুতট।
নেয়ে ধুয়ে গঙ্গাস্নানের শুদ্ধতা যেন পাই
তাই বৃষ্টির অঝোর ধারাটি আমার চাই-ই চাই
কেউ দেবে কি আমায়?
এমন বৃষ্টি আছে কারো?
দাও যত পারো।