মেঘারণ্য সেজেছে মেঘলা মায়ায়,
স্নিগ্ধ শীতল বাতাস ও মায়া ছড়ায়;
গাছেরা ছড়াচ্ছে আবেশী স্নেহ ছায়া
নূপুর পায়ে আসছে সে বৃষ্টি বেলায়।

চির্ চির্ চিকন পাতায়
বাদল নেমেছে ঝিরিঝিরি ধারায়
কত কত তৃষ্ণায় ডেকেছি তোকে
এসেছে আজ শান্তি সে অপেক্ষায়।

শুষ্ক তপ্ত মাটি ঝরে পড়া মেঘের স্পর্শে
দীর্ঘ বিরহকাতর মিলনের পর্বে
ছড়িয়েছে সিক্ত সোঁদা গন্ধ
বুক ভরে নিয়েছি তা আকুল প্রাণে।

কী মধুর গান রিমঝিম রিমঝিম
বাতাস সঙ্গত করে হিমহিম হিমহিম
বৃষ্টি বাতাসের সাথে পাতাদের তুমুল নাচ
এই রূপ বর্ষার, এ-ই আমার বাংলা অকৃত্রিম।