একদিকে চলে যুক্তি, আর অন্যদিকে চলে আবেগ!
যুক্তির সাথে আবেগ পেরে ওঠেনা!

যুক্তি কঠিন থেকে কঠোরতর হয়,
আর আবেগ এর অশ্রু উথলে ওঠে!

কিন্তু আবেগ হারতে চায় না!
হারলে যে তার চলবেনাা, তার বেঁচে থাকা মিথ্যে হয়ে যাবে!

শুধু যুক্তি নিয়ে থাকা আবেগহীন মানুষগুলো আর মানুষ থাকেনা, যন্ত্রমানব হয়ে যায় একসময়!

আর শুধু আবেগ নিয়ে চলা মানুষগুলো জীবনে ঠকে যায় তাদের সরলতায় !

তবে যুক্তির সাথে আবেগের সংমিশ্রণ এ ঘূর্ণিপাক হয় জীবনে, তেল আর জলের মিশ্রণ এর মতো!

তেল আর জল মেলে কিন্তু মেশে না, মিশে যায় না একেবারে!
তেল ভেসে থাকে আবেগ এর অভিমান এর মতো ।

ভালোলাগা আর ভালোবাসা যেন এক হয়ে মিশে না!

তবু ভালোলাগা ভালোবাসা হয়ে থাক জীবনের সমঝোতায়,
যুক্তি আর আবেগের সহবাসে, বেঁচে থাকার গানে।