Site icon Shaili Tv

বেদনা / রাশিদা তিথি

বেদনা তো অকালমেঘের তুমুলবৃষ্টি,
দমকা হাওয়া। উড়িয়ে নেয়
স্বপ্নমুগ্ধ মোহন মায়া
ভাঙে স্বস্তি শান্ত নীড়ের।

ভীষণ হিংস্র আততায়ী
মধ্যরাতে ডাক দিয়ে যায় দূরের মাঠে
নিরজনে ছেঁড়ে-কাটে বুকের তন্ত্রী তীক্ষ্ণ ফলায়।

বেদনা কি চৈত্রখরা,
চৌচির মাটি? শস্যবিহীন!
শুকনো বকুল, হলদে পাতা
ফাগুন দিনের স্তব্ধ কোকিল?

যখন তখন কী যে খেলা;
অবাধ্যতা। বাড়-বাড়ন্ত মাথা তোলা
বরষাতে সে যেন এক গাঢ়সবুজ কলমিলতা!

যে প্রেম গ্যাছে যাওয়ার পথে
অচঞ্চল এক ধ্রুবতারা নিত্য জ্বলে
তারই আলোয় স্নাত হ’য়ে
স্বর্গ থেকে নরক ছুঁয়ে
বেদনা যে অজর সাথি মরণসীমায়!

Exit mobile version