Site icon Shaili Tv

বোধ / পুষ্পিতা সেন

সবটাসময় সুখখবরে নাইবা থাকি মুখর
এরই মাঝে দুঃখগুলোও থাক
তবে তো বুঝবো সুখ অসুখ অতঃপর
আছে কতটা তফাত দুটির বাঁক।

সূর্যোদয়ের আলোটা সবাই চাই
এর মাঝেও বিদায় লগন আসে
বিষণ্নকাল সেই সন্ধ্যেতে পাই
তাকেও মানি নতুন জীবন আশে।

উপরে ওঠা, নেমে যাওয়া দুটি কাল
এক হয়ে দুই জাগায় শুদ্ধতা
দুটি বোধ আনে সীমিত এক সকাল
পরিমিতি জাগে লিখনে সুখপাতা।

ভালো মন্দে থাকা দুই সময়
দুখীর জীবন অনুভব হয় প্রাণে
বুঝতে পারি কতটা দুঃসময়
একটা দুখীর কাটে নীরবে মনে।

Exit mobile version