Site icon Shaili Tv

ব্ল্যাকহোল / জেসমীন জেসী

স্বপ্নগুলো আদি থেকে ক্রমাগত ব্ল্যাকহোলের ঘুর্ণিপাকে,
যেখানে নিকষ আঁধার জমাটবদ্ধ,
চিন্তার সীমা অবরুদ্ধ, খুলির কপাট অতরল,
তবুও আগ্রহের ছবি পলল- মাটি।
আষাঢ়ের ব্যাঙ কুয়োর পাড়ে জেগে
থেকে থেকে ডেকে যায়,
দেয়া’র সাথে তার গভীর প্রণয়,
পথের ধারের বৃক্ষটি স্বপ্নবাজ রাজকুমার,
প্রণয়ের ঠোঁট জল হয়ে যায়,
বৃক্ষ হাসে উড়ন্ত বলাকার ডানায়।

প্রেরণাহীন বৃদ্ধ চোখ ন্যুজ হয়ে ঝুলে
ক্লান্তির ভারে,
জলে জলে জলছবি থমকে রয় বুকে,
নোনাজলের স্পর্শে হিমশৈল উবে ঝরে।
মৃতলাশের ঝাঁঝালো গন্ধ
বাতাসে ভাসে নীরবে,
প্রতিদিন,প্রতিক্ষণে চিরচেনা এই নগরে
মৃত্যঘটে কতশত
অগোচরে – অন্তরালে।

Exit mobile version