Site icon Shaili Tv

ভালোবাসাতো অনন্ত মহাসাগর / ববি বড়ুয়া

কবি মন, হাজার কাব্য করে
নতুন নতুন প্রেমে হাজার বারে পড়ে
শিশুতে প্রেম, যুবকে প্রেম, বৃদ্ধ কিংবা
শীতে কাঁতরানো মানুষে প্রেম।

কবি মনের লাগাম যায় না কো টানা
সে যে লাগামহীন পাগলা কোনাে ঘোড়া।
লাগামহীন ঘোড়া কতো কী চায়।
পরিবর্তনের হাওয়ায় বদলে দিয়ে
অসুন্দর যতো সব ধ্বংস করে,
নতুন করে সাজাতে চায়,
ভেঙ্গে চুরে নতুন করে গড়তে চায়।
সুন্দরকে মন ভরে ভালোবাসতে চায়।

ভালোবাসা মানেইতো শুধু প্রেম নয়,
ভালোবাসা মানে প্রেমের চেয়ে অধিক কিছু।
যার পরিমাপ করা না কখনো সম্ভব হয়েছে,
না করা কখনো সম্ভব।

ভালোবাসাতো অনন্ত মহাসাগর,
যার গভীরতা মাপা যেমন নির্বুদ্ধিতা
তেমনি তার বুকে ঢিল ছোড়া ধৃষ্টতা।
ভালোবাসা হোক বিশ্বাসের ভাগাভাগিতে,
ভালোবাসা হোক মিষ্টি আবেশ ছড়ানো শিউলি ফুলের সৌরভে।
ভালোবাসা হোক পবিত্রতায়,
ভালোবাসা হোক শুদ্ধ আবেগের মেলামেশায়।
আর না বলা কথা বোঝাপড়ায়।

ভালোবাসা মানে মিষ্টি হিমেল হাওয়া।
শুধুই ছুঁয়ে যাওয়া,
আর একই সাথে কষ্টের অলিখিত বীজ বুনে যাওয়া।

Exit mobile version