Site icon Shaili Tv

ভালোবাসার প্রহসন / নওশীন শরীফ

আকাশের নীলিমায় কিংবা গোধূলির শেষ লগ্নে!
কোথায় হারালে!
এমন তো কথা ছিলনা!
প্রতিশ্রুতি দিয়েছিলে কাছে থাকবার
কেন যে ভেঙ্গে দিলে তোমার
আলতো ছোঁয়ার স্পর্শে ভরা হৃদয় খানি!
তোমাকে আমি ডেকেছিলাম বন্ধুত্বের ছলে
তুমিই আমায় ভুলিয়েছিলে ভালবাসার প্রহসনে
আমাকে এমন মাঝপথে এনে
তুমি তোমার পথে গেলে চলে?
এমন তো কথা ছিলনা?!
এ ছলনার সত্যিই কি প্রয়োজন ছিল তোমার?

আমি তো আমার মতই আছি
কখনো বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী, কখনো রবি ঠাকুরের লাবন্য
কখনো বা জীবনানন্দ দাশের বনলতা সেন!
শত শত কাব্যের নায়িকার রূপে এসেছি তোমার কাছে বারে বারে!
দূর হতে স্পর্শ করেছি। কাছে তো যায়নি কখনো!
ভরা পূর্ণিমায় বহুবার ডেকেছি তোমাকে!
চারপাশে জোছনার প্লাবনে পৃথিবী যেন স্বর্গ
কিন্তু হায় তুমি তো এলে না!
তুমি তো আমাকেই ভালোবেসেছিলে তবে কেন এতো দূরের হয়ে গেলে?!

Exit mobile version