Site icon Shaili Tv

ভালোবাসার সীমানা / বাসুদেব খাস্তগীর

আলো-বাতাস, সোঁদা মাটির গন্ধে,
পাখির কলকাকলিতে ভোর হয়।
সরষে ফুলের মায়াবী হাসি, পূর্ণিমার হাতছানি,
অসংখ্য তারার ঝলমলে আলোয় প্রকৃতি জাগে।

শুকনো পাতার মর্মর ধ্বনি,
জোনাক পোকার দৃষ্টি কাড়া আলোতে
প্রকৃতি খুঁজে পায় প্রাণ।
শান্ত নদীর স্রোতধারা আর ঢেউয়ের ছন্দ
ভালোবাসায় ভরিয়ে দেয়।
এ যেন এক সীমার মাঝে অপার এক সৌন্দর্য।

কিন্তু তোমার চকিত চাহনি, উদাস বাউল মন
ভালোবাসার সমস্ত সীমানা অতিক্রম করে।

Exit mobile version