তপ্ত দুপুরে তীব্র তাপ দহনে
তোমার স্পর্শ শান্ত জলের মতোই
আমাকে মুগ্ধ করে।
একটি দু’টি রাত নয় শত সহস্র
ঘুমহীন নিশিযাপনের কাছে যেন
নিমিষেই হার মানে,
তোমার মায়ায় জড়ানো একটি সকাল
দূর করে অন্ধকারের তীব্র হাহাকার।
আমি যতবার তোমার কাছে আসি ততোবারই
নতুন করে নতুন স্বপ্নে পা রাখি।
এই পথচলায় আকাশ ছুঁয়ে
নীলিমার সাদা মেঘে ভাসি,
আমার চোখে মুখে ফুটে
নদীর ধারার মতো কলকল হাসি।
তোমার সমস্তটা জুড়ে
এই আমার অস্তিত্ব বেশ টের পাই।
এতটা প্রকাশে যদি ভালোবাসা কমে
তাই চুপিসারে প্রণয়ের কথা কই।
জানি আমি, তুমিও খুব করে
ভালোবেসে আগলে রাখো আমাকে
আসুক বাঁধা যতোই।