Site icon Shaili Tv

ভিজে ফুল / বনশ্রী বড়ুয়া

এমনও মুষলধারা-
অকারণ বুকের পাঁজরে কথা বলে কেউ
নদীর সাপিনী শরীর থেকে উঠে আসে চপলা ঢেউ।

ভিজে উঠে শিরীষের বাঁকল
বিমর্ষ পাখির পালকে লেগে আছে জল
স্মৃতির গর্ভাঙ্কে ধূপগন্ধীর সুতীব্র ঘ্রাণ।

পৃথিবী ডুবে থাকে নীলাভ প্রেমে
জল গুনে নিভে যায় আগুন
সাদা মুখে লেপ্টে থাকে আরও একটি শঙখমালা।

গতরাতে জোনাকির আলো ফিরে আসে নি
তাই বিষন্ন ভোরের ঠোঁটে-
বৃষ্টি হয়ে এলে তুমিও শ্রাবণ।

Exit mobile version