Site icon Shaili Tv

মনের কথা

বিন্দু বিন্দু জল থেকে ভরে যায় দিঘি
অল্প অল্প প্রেমে ভরে উঠে মনের নদী
ছোট ছোট গাছ থেকে জন্মে গাছপালা
সুন্দর সম্পর্কগুলো স্বচ্ছ ফুলের মালা।
সূর্যটা ডুব দিয়ে জানান দেয় দিনকে বিদায়
রাতের আকাশে মিষ্টি চাঁদ কিরণ ছড়ায়।
হাসনাহেনা গন্ধ বিলায় রাতের আঁধারে
পৃথিবী ঘুমিয়ে রয় রাতে ক্লান্তির চাদরে।
কৃষ্ণচূড়ার ডালে বসে ডাকে ভোরের পাখি
বারান্দায় গিয়ে তাকে ঘুম ঘুম চোখে দেখি।
হাওয়ায় উড়ে যায় পাখি ডানা মেলে মেলে
রংধনুর সাত রং আকাশে রং দেয় ঢেলে।
পৃথিবীর রং রূপের চলে দিবারাত্রি খেলা
সৃষ্টির সবকিছু সাজায় রকমারি মেলা।
মনের খবর জানতে পারে একমাত্র বিধাতা
বিশাল আকাশটি আছে পৃথিবীর ছাতা।
রাতদিন ফুরাতে ফুরাতে বেড়ে যায় বয়স
কবর দিলে ডাক তবে সমাপ্তি জীবন রস।

Exit mobile version