বর্ণিল এই পৃথিবীর এক তিলও হয়নি দেখা
নদী খাল বিল দেখলে বিশ্ব অনেক যায় যে শেখা।
তবে যে দেখেছি নায়াগ্রা খ্যাত বাংলার নাফাখুম
উঁচু নিচু টিলা পাহাড়ের ঢালে জুম ফসলের চুম।
দেখেছি সবুজ লাওয়াছড়ার মৌন মুগ্ধ রূপ
যেন রূপকথা শ্রীমঙ্গলের গলফ মাঠ নিশ্চুপ।
একেক টুকরো আরব যেন তেপান্তরের ছবি
ঝরা পাতাদের হাহাকার ওঠা অস্তমিত রবি।
নীলাদ্রি লেক সুনামগঞ্জ, হাওর বাইক্কা বিল
অতিথি পাখিরা মেতে ওঠে সুখে রোদ মাখে ঝিলমিল।
হিমালয় থেকে নির্গত নদী আমার বাংলাদেশে
বহু পথ পাড়ি দিয়ে অবশেষে বঙ্গো-সাগরে মেশে।
তিল পরিমাণ দেখাও হয়নি সবাই কি দেখে সব?
মনের চোখেও দেখা যাবে ঠিক শুনবে পাখির রব,
যদি খুলে দাও মনের জানালা যদি খুলে দাও দোর
দেখবে এ দেশে ষড়ঋতুদের নতুন নতুন ভোর।