Site icon Shaili Tv

মনে পড়ে / লিপি বড়ুয়া

তুমি হারিয়ে গেছ ব্যস্ততম নগরীর কোলাহলে
আমি ঠায় দাঁড়িয়ে নস্টালজিয়ায় !
তোমাকে ফেরানো যায়নি স্মৃতির কাছে
চারপাশ বড্ড ফ্যাকাসে বর্ণহীন বোধ
কড়কড়ে রোদেলা দুপুরে ভেঙেচুরে
আরেকটি জীবনের সাথে পথচলা।
তোমার সাথে বকুলতলায় পাশাপাশি বসে
কবিতায় গানে দুজনের কত মুখরিত সময়
স্মৃতির উঠোনে আজো বিমূর্ততার নির্যাস ছড়ায়।
আহা তুমি কত দূরে দূরপ্রবাসিনী
তোমাকে বহুকাল দেখিনি!
অথচ মন এক মূহূর্তের জন্যও বিস্মৃত হয়নি।
বেলা অবেলায় মনে পড়ে, স্বপ্নে খুঁজি
অপলক নিঃশব্দে তোমার অপেক্ষায় থাকি
ফুরায় সময় – দিন মাস বছর এক দুই করে
যতই বসন্তের আয়োজন করি দিন যায় একাকী।
শত বসন্ত ফাগুন হোক তোমার ভালো থাকা
আমার সময় কাটুক না হয় কাব্যে অবহেলায়
বোঝাপড়ার নির্জন রাত্রিতে নির্ঘুম একা
কষ্টে বিষাদে হয়তো অনেকদিন হবে বেঁচে থাকা।

Exit mobile version