ঘুম না আসা একলা ক্ষণে
শেষরাতে ঝরা বৃষ্টির কান্নায়
জলধির ছলাৎ ছলাৎ কল্লোলে
বালুকাবেলায় আছড়ে পড়া ঢেউয়ে
মধ্যদুপুরে তপ্ত রাঙা সূর্যালোকে
মনে পড়ে তোমার সুষমা।

কতকাল দেখিনা প্রিয় মুখ
অনুভূতিগুলো ছুঁতে আসো না
একদিন ছুঁয়ে ছিলে মন
একদিন গোপন প্রেমিক ছিলে
বজ্রকুণ্ড রাতে প্রণয়ী শিথানে
উদ্বাহু সময়ে সাম্রাজ্য সঁপেছিলে।

তোমার অপাংক্তেয় অবহেলায়
বিরহী অবগাহনে ডুবি আর ভাসি
উদ্বেল সামুদ্রিক ঢেউয়ের মতো
আছড়ে পড়া নৈঃশব্দের পারাবারে
যার অপেক্ষায় থাকি সে তুমি
– আমার মনোহর পাখি।