Site icon Shaili Tv

মন কী যে চায় / লিপি বড়ুয়া

খোলা আকাশে মেঘেদের দলে
হারিয়ে যেতে মন আজ ব্যাকুল
ভালো লাগায় ভরে আছে মনপ্রাণ
রঙধনুর সাত রঙের মাঝে নিজেকে
খুঁজে পাওয়ার আনন্দে বিভোর মন।
মনের জানালা খুলে মুগ্ধ নয়নে
বসে আছি তোমার আসার পথ চেয়ে ।

কে যেন রঙিন ঘুড়ি ওড়িয়েছে আকাশের গায়ে
মন ফিরে গেলো স্মৃতির অতলে ,
কত না স্বপ্ন রঙিন ছবি এঁকে যাই মন জুড়ে ।
মন কী চায় বোঝা বড় দায়,
কখনো কোলাহলে ডুবে যেতে চায়
কখনো ভালো লাগে শান্ত পরিবেশ ।
তোমার প্রেমের মুখরতায় ভিজে মন
শীতের কুয়াশাভেজা শিউলির মায়ায়।

কখনো সাগরের গভীরতায় ভালোবাসা খুঁজি
কখনো ঢেউয়ের উত্তাল তরঙ্গে দুলে উঠি।
মন বড়ই অবাধ্য বড় চঞ্চল
কৈশোর, যৌবনের ভাবাবেগ তাড়িত করে মনকে
ইচ্ছে করে সব নিজের করে আগলে রাখি,
মনের এমনিই অবাধ্যতার কাছে
বাস্তবতার কঠিন রূপও হার মানে মাঝে মাঝে।

কখনো ইচ্ছে জাগে মনের কোণে
কাউকে ভালোবাসি উজার করে
মনের বাক্সে বন্দী রাখি সুখ স্মৃতি কে
ঝরা পাতা নয়, সতেজ গোলাপের মালা গেঁথে
পড়াতে মন চায় সকল দুঃখের অবসানে।
সাধ্যের বাইরে গিয়ে স্বপ্নালু হয় মন
কেবলই উচ্ছ্বল সে যখন তখন ।

মন কী চায় ……
তোমার প্রেমের টানে হারিয়ে যেতে ?
জানি তুমিও খুব করে চেয়েছে
মনের একান্তে কাছে পেতে।
তাই আজ ইচ্ছে করছে বেহিসেবি হয়ে
মলয় বাতাসে উড়ে বেড়াতে
তোমার স্পর্শের অনুভূতিতে নিজেকে ভাসাতে ।

Exit mobile version