Site icon Shaili Tv

মন খোঁজে তোমাকে / লিপি বড়ুয়া

কখনো চাই নি ভুলে যেতে মনের ভুলে
বারবার ঠাঁই দাঁড়িয়ে থেকেছি তোমাতে,
তুমি চাইলে ঝুম বৃষ্টি হবো মেঘময় আকাশে
তুমি চাইলে কলকল ঝর্ণা হবো দূর পাহাড়ের গায়ে
হিম কুয়াশার চাদর হবো আদরমাখা ছোঁয়াতে।

তুমি আঙুলে আঙুল রাখলে সঙ্গী হবো পথে
হেঁটে যাব অনাগত আগামীর মহাসঙ্গীতে,
তুমি যদি বলো মহাসাগর দেবো পাড়ি
তুমি যদি বলো মেঘে ভেসে হবো সাদা পরী।

মাঠের পরে মাঠ পেরিয়ে পদ্মভরা দীঘির জলে
পা ভিজিয়ে বসবো দুজন আঁখি রেখে আঁখিতে।
ডানা মেলে গাংচিল উড়ছে দেখো আকাশে
সূর্য ডুব ডুব গা ছমছমে সন্ধ্যা নামে
দিনের আলো মিশছে রাতের কালো আঁধারে।

ব্যস্ত জীবন থমকে গেলো নিস্তব্ধতার মাঝে
আবার একটি নতুন দিনে নতুন আশা রেখে,
তোমার কোলে মাথা রাখি স্বপ্নভরা দু-চোখে।
সবুজের বুক ছিঁড়ে আমাদের অন্তরনীড়ে
মুঠো মুঠো চাঁদের আলো মেখেছি সুখে

শরৎ এলে মন খোঁজে তোমাকে
কাশফুল আর সাদা মেঘের ভীড়ে।
সকালের শিশিরে মন ভিজে শিউলির গন্ধে
দু’হাতে রোজ কুড়িয়ে নিই মুঠো ভরে
পুলকিত দৃষ্টিতে নেশা বাড়ে তোমাতে।

Exit mobile version