Site icon Shaili Tv

মন পবনের নাও / তানজিনা রাহী

চপলা চঞ্চলা দখিনা হাওয়া অবিনাশী,
ছুঁয়ে যায় আমায় অনুভবে তোমায় বলে ভালোবাসি,
কী দারুণ শিহরণ হৃদয় জুড়ে তোমার অবগাহন,
পুলকিত হয়ে চমকিত আমার সত্ত্বার অবলোকন।

চাঁদের আলোয় আলোকিত প্রিয়জনের সান্নিধ্য,
স্পর্শে নয় অনুভূতির সৃষ্টি মনের গভীরে আবদ্ধ।
প্রলয় ঝঙ্কার আলোড়িত করে আমার একাকীত্ব,
তুমি আমার শুধুই আমার এইতো মনের বিশেষত্ব ।

জানি দেখা হবে, হবে ভাব বিনিময় একান্ত নিবিড়ে,
খুঁজে ফিরি তোমায় আমি অসংখ্য মানুষের ভীড়ে ।
খুব ইচ্ছে করে ছুটে যায় জড়িয়ে রাখি আলিঙ্গনে,
তোমাকেই ভালবাসি তোমাকেই চাই সবটুকু বন্ধনে ।

Exit mobile version