Site icon Shaili Tv

মহামারী শেষে

হলুদ বিষাদ ঝেড়ে আজকের ধূসর পৃথিবী
ফিরে পাবে একদিন সবুজের আরাধ্য পূর্ণতা।
ফসল বলবে, এসো মাটি! এসো জল! বায়ু,
এসেছি ঘুচিয়ে দিতে সবিশেষ শূন্যতা তোমার।
মেঘেদের পুনর্জন্ম ধুয়ে দেবে মহামারী জরা
নীলাকাশে উড়ে যাবে নিমজ্জিত বেদনার ভার।
জলাধার জেগে রবে অবিরল ধারার আশায়
আকাশ আনন দেখবে টইটুম্বুর জলে বারবার।
অনিমেষে দেখবে চেয়ে আশ্চর্য সে পৃথিবীর রূপ
কালো ছায়া সরে গিয়ে ফুলে ফলে হেসেছে আবার।

Exit mobile version