১. শিকার

ঐ মাছরাঙাটাকে মারবো আমি
যে স্থির নিশানা রেখেছে জলের ওপর।
ও মাছ ধরবে ধরুক তাতে কী,
আমিও রয়েছি শিকারে তৎপর।
রঙিন শরীরে রোদ ঝলকায়,
জন্ম নেয় দৃশ্য থেকে দৃশ্যান্তর।
লাভ নেই আজেবাজে শিকারে,
শিকার তাকেই করবো যে সব থেকে সুন্দর।
আমার গুলিটা অনেক দামি,
বহু কষ্টে আনা—মেড ইন ইউএসএ।
তাই নিরালায় দৃষ্টিতীর হানি,
যে বোঝার সে ঠিক বুঝেছে!

২. অনেক শিখেছি

অনেক শিখেছি দেখে ও ঠেকে,
চেঁচিয়েছে কারা বর্ণিল আলোকে।
চেঁচায়নি আসলে, গান গেয়েছিল,
কিছু নিম্ন স্বরে ও তার সপ্তকে।
শিখেছি তো বেশ, কুশলতা মেলা,
সোজাটি বলবেনা—প্রতীকে-রূপকে
বলবে সিরিয়াস নয়, সব খেলা,
দেখো এ ক্রন্দন নয়, হাসছি শোকে!