কোনো রকম পানে নয়
অভিমানে মন ওড়ে রৌদ্র ও মেঘে
পাহাড়ি পথের মতো হেঁটে চলে ক্লান্তিহীন।

তোমাকে পাওয়ার অমোঘ আকাঙ্ক্ষা বুকে জ্বেলে
অপেক্ষার সানাই বাজাই দিনের পর দিন
রাতের পরে রাত।

তোমার ছায়াময় চোখ
তোমার মায়াময় মুখ
তোমার উঞ্চ ঠোঁট
ময়ূরের মতো রঙিন হয়ে ওঠে আমার দু-চোখে।

শয্যায় এপাশ ওপাশ চিরন্তন আবেগে
যুগল নিঃশ্বাসের স্বর কখন বেজে ওঠে প্রশান্তির তারে!

তুমি তো জানোই
কোনো রকম পানে আমি অভ্যস্ত নই,
তবু যেন নিরন্তর মাতাল হই তোমার সৌন্দর্যে!