আমার জীবনের গল্পে তোমার অনুপ্রবেশ
বেশ টের পাচ্ছি সমস্ত লোহিত কণিকায়
তুমি চাইলেই কিন্তু হুটহাট বের হতে পারবে না
তোমার কথার ছন্দে বর্ণিল রঙের ছোঁয়া পাবে গল্প।
তুমি নাও ভাসাবে শান্ত জলের বুকে
আমি চুপটি করে ভাবব তোমায় হৃদয় জুড়ে বসে
অপূর্ব মোহময়তায় ভরবে চারিদিক।

আমি তোমার কাছে একটি শরতের সকাল চাই
চাই কাশফুলের শুভ্রতায় হারিয়ে যেতে
আমি তোমার কাছে একটি বৃষ্টি মুখর দিন চাই
চাই কদমগুচ্ছের ফাঁকে মুখ লুকাতে
আমি তোমার কাছে একটি বরফ ঢাকা দিন চাই
চাই বরফের শীতল শয্যায় ভেসে যেতে।

থাকবে কি আমার সাথে?
পূর্ণিমার ভরা জোছনার আলোর দিশারি হয়ে।
আমি মনের জানালায় এলোচুলে উঁকি দিয়ে
মাতাল হবো মন গহীনে,
তোমাকে নিয়ে স্বপ্ন বুনতে চাই
সমুদ্রের উত্তাল ঢেউয়ের জলকেলিতে।

আমি যেতে চাই
তোমার সঙ্গে ধান শালিকের বেশে
কোনো এক ছোট্ট গাঁয়ে
যেথায় রইবো দুজনে মিলেমিশে,
নরম ঘাসে আলতা পড়া নূপুর পায়ে
হেঁটে যেতে চাই তোমার হাতের কোমল স্পর্শে,
আকাশ নীলে নীলাক্ত হবো আপন খেয়ালে
শুধু হারিয়ে যাব তুমি আর তোমাতে।।