Site icon Shaili Tv

মাননীয় শাসক / কাসেম আলী রানা

আগুন জ্বলছে,জ্বালাচ্ছে যে পড়ছি
সে ভালে আছে,
তার গোয়াল ভরা গরু আছে,
পুকুর ভরা মাছ আছে,গোলা ভরা ধান আছে।

আমার গোয়ালে শকুনের পদচিহ্ন
পুকুরে রাক্ষুসে মাছ,
ধানের গোলায় ইঁদুরের বসবাস,
আমার নিরন্ন জীর্ন-শীর্ন পাকস্হলী জরাগ্রস্ত আমি ভালো নেই!

আমি কোথায় যাব, কার কাছে বিচার চাইবো?
আমি আজ শাসকের মুখোমুখি দাঁড়িয়েছি–

“মাননীয় শাসক,
তোমাদের সু- শাসন কবে আসবে আমার জীবনে?”

Exit mobile version