ধর্ম মুখোশ ছুঁড়ে ফেলে
হইনা কেন মানুষ
আসা- যাওয়ার নেই ঠিকানা
আকাশ-লোকের ফানুস !

‘ওপারেতে ভালো থাকিস ’
বন্ধু শোকবাণী
মরচে পরা বিশ্বাস-বুলি
বিজ্ঞানে কী জানি !

সাদা-কালো বর্ণ পোশাক
উচ্চ-নীচ ভাব
দেই বিসর্জন সব ভেদাভেদ
বিদ্বেষে কার লাভ !

রক্ত-শিরায় ‘মানুষ-বাতি’
মানুষ হয়ে ওঠো
মায়ের গ্রহে মানব-জাতি
মানুষ নামে ফোটো।