অলীক দুনিয়া ঘুরে ফিরেও
মানুষ পাবে না খুঁজে,
মানুষ চিনতে মুখোশ পরে
নিজেকে নিও বুঝে।
কতো আপন আন্তরিকতা
মনে জায়গা নিতে
বই হিসেবে পড়ে নিয়ে ভাবে
ছুড়ে ফেলি এমনিতে।
চতূর মনের বুদ্ধি বলে
এইতো জিত আমার
বোকা সে যে তা বুঝে না
প্রকৃতি দেয় না ছাড়!
অহং মনের ক্ষমতার বলে
মানুষ ভাবে প্রভু
সে জানে না ঘৃণায় কষ্টে
কতো বিষে মন কভু।
মানুষ তুমি নিজে বাঁচতে
কেন হও অমানুষ ?
আঘাতে পাথর করে তুলছো
হারিয়ে বিবেক হুঁশ।
অর্থ যদি সহায়ক হয় পেট
চালানোর দায়
তাই ঈশ্বর বেঈমান হবে
ঠকিয়ে কারোকে হায়!
অতীত স্মৃতি মায়া কারো যে
স্বপ্নের খেলা পাশা
কেউ জানে না প্রকৃতিও যে
ছাড়েনা হিসেবের আশা।
পোশাকে তুমি নিজের জন্য হও
অনেকের কিছু
ভুলতে চাইলেও ভুলতে পারো না
অতীত সময় পিছু।