Site icon Shaili Tv

মায়াহীন স্পর্শ / সুমি দাশ

আমি শুধু তোমাকেই চেয়েছিলাম।
এখনো চাই।
ভালোবাসি বলে বুঝতে পারি তোমার দীপ্তিমান দু”চোখের ভাষা,
আমি বুঝতে পারি তোমার ওষ্ঠের কোণে লুকানো অপ্রকাশিত কথা।
আমি খুঁজি তাই তোমার নীরবতায় মায়াবী ভালোবাসা।
আমি ভালোবাসি তোমার স্বর্গীয় হাসিতে, ভালোবাসি তোমার উজ্জ্বল আলো ছড়ানো কীর্তিতে।
আমি আছি তোমার লেখা নানান গল্প ও কবিতার ছন্দে,
অব্যক্ত কাব্যিক লিখাতে নিজেকে খুঁজি বারেবার।
ভাবি নিজেকে নতুন করে রাঙাবো।
চেয়ে দ্যাখো,
তোমার জন্য করবীও আজ সেজেছে নতুন আবেশে,
নিজেকে বদলে নিলো স্গৌরবে, নতুন ঢঙে, নতুন রঙে।
আমার একতরফা তীব্র ভালোবাসার সাথে তার তুমুল প্রতিদ্বন্দ্বিতার দ্বন্দ্ব।
আমি চেয়ে চেয়ে দেখি তার নীরব পরিবর্তন, ভাবছি, প্রকৃতিও ভালোবাসা বোঝে, বোঝে মায়ার স্পর্শ।
মাঝে মাঝে মনে হয় তোমাকে ভালোবেসে সেদিন কষ্টকে কুড়িয়ে নিলাম।
ভালোবাসা আজ নিষ্প্রাণ, ফ্যাকাশে ভীষণ।
বুঝলে না আমার অভিমানী দু’চোখের ভাষা।
বুঝলে না নিরঙ্কুশ হৃদয়ের গভীরে জমানো ব্যথা।
তাই,
তোমায় নিয়ে দীর্ঘ পথ চলার মাঝে হারিয়ে গেছে স্বপ্ন বুননের ছোট ছোট প্রত্যাশাগুলো।
আছি দুজন অনেকটা অনুভুতিহীন পদার্থের ন্যায় দুই মেরুর দুই প্রান্তে।
তবুও আমি তোমাকে চাই।
জীবন যবনিকার মুহূর্তেও তোমাকে চাই।

Exit mobile version