Site icon Shaili Tv

মায়ের শুভ কামনা/ খালেছা খানম

তুই আমার সুখ হবি,
হবি আমার আলো,
তুই আমার হাসি হবি,
রাখবি সবাইকে ভালো।।

হবি সবার চোখের মণি,
চোখের বালি নয়,
হৃদয় জুড়ে থাকবি সবার
হৃদয় করে জয়।।

অন্ধকারে আলো ছড়াবি
সত্যশিখা হয়ে,
সকলের ভরসা হবি
সবার হৃদয় জয়ে।

মননে আর প্রজ্ঞায়
বড়ো হও বাবা অনেক,
সব প্রতিকূলতা করবি পার
হবি একাই একশ,একাই এক!

দেশ ও দশের তরে
রাখবি অবদান,
সৎ কর্মে থাকবি অটল,
রাখবি মোদের মান।

সৎ পথে করবি অর্জন,
ন্যায়ের পথে বলবি কথন,
অসৎ কর্ম করবি বর্জন,
জ্ঞান গরিমার করবি যতন।।

আজ তোর শুভদিনে
প্রাণভরে করছি দোয়া!
সুন্দর, সুদীর্ঘায়ু করবি লাভ
থাকবে না কোনো অশুভের ছোঁয়া!

 

Exit mobile version