অনিরুদ্ধ,
তোমাকে দেখলেই
ভালোবাসতে ইচ্ছে করে,
ভালোবাসার রঙিন প্রজাপতি
আমার চারপাশে ঘুরে
চোখে রেখে চোখ
মনে মনে বুকে রাখি মুখ।
হেঁটে যাই পাশে
স্বপ্ন আবেশে, ভালোবাসি।

অনিরুদ্ধ,
আমি বারবার তোমার প্রেমে পড়ি
দেখা হলেই,
আবার এবং বারবার।
আমি স্বপ্নচারী, শুধু তোমায় নিয়ে
ভেসে যাই মেঘের রাজ্যে, মেঘবালিকা হয়ে
কখনো বা দেবদাসের পার্বতী
তোমার জন্য মালা গাঁথি ঝরা বকুলের।

অনিরুদ্ধ,
ইচ্ছে করে হাতটা তোমার ছুঁই
তোমার চোখের তারায়
সুখের স্বপ্ন বুনে যাই।
তোমার মাথায়, ঝাকড়া চুলে
আপন মনে বুলিয়ে দিই হাত
এমনি করে যাক না
চলে সকাল, দিন ও রাত।
তোমার মনে মন মিলিয়ে
নীল আকাশে উড়ি
ভালোবাসায় উপচে পড়ে
মেঘবালিকার ঝুড়ি।
উদার হৃদয়, প্রেমিক তুমি
ছুঁয়ে দিলে মন,
নীল আকাশের অপার নীলে
উড়িয়ে মনের ঘুড়ি
ইচ্ছে হলেই মিলব দুজন
স্বপ্ন শেষে বাড়ি—
ইতি
তোমার নীলাঞ্জনা।