Site icon Shaili Tv

মেঘ / সৈয়দা ডালিয়া

আজন্ম মেঘেরা আমাকে ঋণী করে গেল
অদ্ভূত বিস্মরকর মেঘ
কবিদের মত মেঘেদেরও দুঃখ জমাটবদ্ধ থাকে
মেঘমালা ঠিক কাব্যগ্রন্থের মত !

মেঘ থেকে জলবিন্দু বৃষ্টি হয়ে ঝরে
কবি যেমন কাব্যঝুড়ি থেকে
কবিতা উৎসর্গ করে !

বন্ধু মেঘ আমার
এই দুর্দিনে মায়ের মত
তোর বুকে ঠাঁই পেতে চাই
অনাথ আমি ঠাঁই দিবি আমায় !

ছোটবেলা থেকে মেঘের দিকে
অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতাম
মেঘগুলো যখন এধার ওধারে
ঘুরে বেড়াতো
ম্যাজিক রিয়েলিজমের মত
আমারও মেঘ হতে ইচ্ছা করতো !

Exit mobile version