Site icon Shaili Tv

মোহন / পুষ্পিতা সেন

বারে বারে তুমি মোহিত হও
তুমি তো তাতে দোষী নও!

তোমার কি দোষ বলো
ঐ চাঁদ যে এমন ছলো!

সাগর দেখে কার না নাইতে ইচ্ছে জাগে
মায়ার চাদর বিছানো রয় যদি পুরোভাগে।

কিংবা জোৎস্না কিরণ
সারাটা প্রহরে উজাড়ে নিজেরে কে পারে নিবারণ!

তোমার কি দোষ বল
হাসে যদি কুন্দ বীথি শাখে
নেবেই তুমি হাত বাড়িয়ে
কোমল করের বাঁকে।

মিছে তোমায় ডাকি
নীলাভ বসনে থাকা সুসময়
ব্যস্ত দুটি আঁখি।

আমার বড্ড ছেলেমানুষী মন
দেখেও বসন্ত অনুরণন
বারে বারে বেঘোরে ডেকে যাই
অঘোরের শ্রাবণ।

জানি তো তোমার হস্ত স্বর্ণপাত্রে স্বর্ণকমল ধরা,
আমার তো সেই বিনীত পুষ্পে তাম্রবরণ সরা।

Exit mobile version