Site icon Shaili Tv

যদি বেঁচে যায় প্রেম / রূপক কুমার রক্ষিত

একটু দেখা, একটু হাসি,
একটু চোখের ভাষায়
মনটা যেন হয় চঞ্চল
একটু প্রেমের আশায়।

শ্বাসে শ্বাসে বিঁধে উদাসী হাওয়া
প্রেমে মজে প্রেমে তৃষিত চাওয়া,
শুধু হাতে হাত, শুধু পথ চলা
এলোমেলো তবু, কিছু কথা বলা।

প্রতীক্ষার পর প্রতীক্ষার প্রহর
গোপনে গোপনে ঘুরে ঘুরে।
বড্ড বেশী ভালোবাসি দেবী!
তাই কাছে কাছে থেকে
তবু থাকি সদা,
অজানার পথে দূরে দূরে ।

যদি কোনদিন পথে হয় দেখা
যদি কভু মনে মনে জাগে ভালোবাসা,
যদি প্রেমে হয়ে যায় এতটুকু কথা
যদি বেঁচে যায় প্রেম, এইটুকু আাশা।
দেবী, এইটুকু আশা!

Exit mobile version