সময় কাটে না যাযাবর মন
চারিদিক শুধু ঘুরে
মনে হয় সব অতীব নিকটে
নয় কিছু আজ দূরে।

পৃথিবীর সাথে ঘুরে ঘুরে মন
নেয় যে কতো কী খোঁজ
সেই হিসাবের জের মিলাতেই
পাঠে বসি রোজ রোজ।

স্মৃতির পালকে উড়ে উড়ে আসে
গৌরবের ইতিহাস
মনের জমিনে স্বপ্ন ফলায়
প্রতিদিন বারোমাস।

বায়ান্ন আসে
তারা হয়ে ভাসে
মনের আকাশে মেলে ধরে যেন পাখা
ঘুরে আসি ফিরে পথ হোক আঁকা বাঁকা।

কতো না ঘুরেছি দেয়নি তো কেউ
সুখের ঠিকানা বলে
মন খুঁজে নেয় মনের তাগিদে
ছলে বলে কৌশলে।

সূর্যসেনরা হানা দিতে আসে
ছড়িয়ে স্বপ্ন রাশি
হেসে হেসে মন কী এক আবেগে
গলে পরে রোজ ফাঁসি।

প্রীতিলতা এসে কানে কানে বলে
কঠিন করো যে হাত
তবেই আসবে সুখ পরিপাটি
দূর হবে কালো রাত।

সেই দিনগুলি
কেমনে যে ভুলি?
ঘুরে ঘুরে আসে শিকড়ে দেয় যে টান
সেই ইতিহাস জীবনের জয় গান।

যতই ঘুরি না রূপ রসে ভরা
সোনার বসুন্ধরা
মিশেছে মোহনা সৃষ্টির কাছে
ইতিহাস হলো গড়া।

রক্ত আখরে ক্ষুধিরাম লেখে
‘রাখো তুমি উঁচু শির’
ঘুরে ফিরে যাই ওদের কাছেই
যাঁরা ছিলো মহাবীর।

গ্রহ থেকে গ্রহে
মন যায় বহে
কান জুড়ে বাজে মোহময় এক সুর
সেই সুরে দোলে মুজিবুর মুজিবুর।

ইতিহাস বলে ‘তোমার ঠিকানা
পদ্মা মেঘনা নদী
এদেশ মাটির ধূলিকণাতেই
তুমি থাকো নিরবধি।’