দগ্ধ ভিটির দগদগে, উৎকট ক্ষতময় হে জীবন, তোমাকে
ঢেকে রাখি কোলাহলে, তবুও এই প্রতিবন্ধী রাজ্য পাঠ বস্তুত শেষকৃত্য
‘প্রভু, ও আমার প্রভু-ক্যানো তুমি আমায় পরিত্যাগ
করলে?’
আমি তো ঈশ্বরের সন্তান। সন অব নাযারাথ।
এই,
এখন একটু পরেই ক্রুশবিদ্ধ করা হবে
আমাকে। লর্ড ও মাই লর্ড, হোয়াই ডিড ইড অ্যাবান্ডান মি?
চিনার বনে ওই চোর, ওই ধর্ষক আমার সঙ্গী।
জনতা পরিহাস করে।
ধুয়ো দেয়। প্রস্তর ছোড়ে। বিক্ষত, বিদীর্ণ আমার শরীর।
ঠোঁটের কষ বেয়ে ঝরে পড়া রক্তের ভাষায় আমি, আমি তোমাদের
ক্ষমা করে দিই। আমার পুনরুত্থানের কথা
বলি
অতঃপর, এক প্রশান্ত ঘুমে তলিয়ে
যাই মাতা মেরির ক্রোড়ে-