Site icon Shaili Tv

রজনীগন্ধা ফুল / দীপান্বিতা চৌধুরী

একটা আস্ত সাগরকে আমি ঢুকিয়ে নিয়েছি বুকে,
ওই সাগরের স্তাবক নদীকে তাড়িয়েছি বুক ঠুকে।

সমস্ত রাত ছায়ার সঙ্গে অলীক সঙ্গসুখ,
জোৎস্না মাখানো কাজলের ফাঁকে ওই মুখ উন্মুখ।

মালতিলতার বাতাসকে নিয়ে তুলতেই পারি ঝড়,
কখনো বা যদি বলেই ফেলিস তুই যে আমার পর।

কত সুর বুনি শরীরে শরীরে বাজিয়ে রাগে ও বেহাগে,
মাঝে মাঝে তোর মুখটা তবুও শত্রু শত্রু লাগে।

বুজরুকি ভরা বাক্স ফাটিয়ে বারুদে পুতেছি ঘাস,
স্তব্ধতা এসে জড়িয়ে ধরেছে জঙ্ঘার উচ্ছ্বাস।

ও কি ছায়া, কায়া? কায়া নাকি মায়া? ভুলের পরে ভুল!
আগুন দিয়েই আজকে ফোটাবো রজনীগন্ধা ফুল।

Exit mobile version