Site icon Shaili Tv

রূপ হেমন্তিকা / সুলতানা নীলুফা

তারারা সরে সফেদা আকাশ। রাত্রি এক নির্ঘুম পাখি, স্বচ্ছ আকাশ জুড়ে আমি তুমির যথেচ্ছা আড়াল।তবুও নদীগর্ভের কালো মুখ, হারাধনের হারিয়ে যাওয়া বাঁশির শঙ্খমুখ। যাত্রায় সঙ্গী কথক আকাশ ডুমুরিয়ার দল। বাঙলা, রোলাঁ বার্থ, দেরিদা পুড়ে ছাই হলে রোমশহরে শোকের শবযাত্রা বইয়ে অরক্ষিত থেকে যায় ভালোবাসার গল্পগুলো। রোম পুড়ে ছাই, নীল আকাশ পুড়ে খাদ। ওল্ড গল্পে ফের দেখা, ব্যথিত হওয়া নতুন করে। রোম পুড়ছে, শহরের ধুলো উড়ে শেষে এসে দাঁড়াচ্ছে নাটকের শুরু বা অন্তিম শেষ দৃশ্যের যাত্রায়।

Exit mobile version