Site icon Shaili Tv

রমণী ছায়া / নূরজাহান শিল্পী

সমুদ্রের কিনারে বসে এক রমনী তাকিয়ে থাকে
তার ভাবনাগুলো যেন সমুদ্রের জলে ভাসছে;
কখনো কি তীরে উঠবে?
নাকি গোধূলির পড়ন্ত সূর্যের আলোয় ঝিকমিক করে হারাবে?
কখনো কি সোনাঝরা রোদ সবুজ গালিচায় পদচিহ্ন এঁকে দেবে?
নাকি ঝড়ো হাওয়ায় পাখির পালকগুলো খসে পড়বে?
ফাগুন হাওয়ায় সম্ভাবনার চাদরে রঙের চাষ হবে কি কখনো?
মায়াজালে জোছনার আঁচলে
মুছে যাওয়া সন্ধ্যার রং খুঁজে নেবে কি জীবন স্বরলিপিতে ?
রমণীর ভাবনাগুলো সাঁতরায়
উপরে নীল আকাশ মিটিমিটি হাসে
বলে কেন এমন ভাবো?
আশার প্রদীপ জ্বালায়ে তোমার পানে
তোমাতেই ভরসা পাই অশান্ত মনে;
রমণী হেসে ডুবে যায়,
আলোর গভীরে মায়ায় নির্মেদ আবেগে |

Exit mobile version