এজীবনে আর দেখা হবার সম্ভাবনা নেই
কাগজের নৌকায় জীবন পাড়ি দেয়া শেষ
আকাশের তারাদের সাথে রাখি পরিয়ে দেই
পৃথিবীর লেনদেন ঘুচিয়ে দিয়ে শান্তির আবেশ।
ঘুমের দেশে সুগন্ধির মায়ায় শায়িত জীবন
অনন্তকালের সময়কে হৃদয়ে ধারণ করা ক্ষণ
আকাশে বাতাসে চলছে হাহাকার আর ক্ষরণ
বুকের গভীরে না দেখতে পারার ক্রন্দন।
কী করে কাকে বলি এব্যথার কথা
জীবনে অনেক বিলিয়ে দেয়া ক্ষয়িষ্ণু সময়
যে বুঝল না সেই ভালোবাসার মর্মব্যথা
আজ থাক, শুধু বলি, রাখিতে বাঁধি তোমায়।