তোমার প্রথম স্পর্শে আমি হারিয়েছিলাম আমার চৈতন্যবোধ
তৃষ্ণার্ত মরুর মতো আর্তনাদ করে উঠেছিলো হৃদয়
পূর্বাভাসহীন ঝড়ের সুতীব্র বেগের মতো
অঙ্কিত হলো নিবিড় চুম্বনরেখা।

আমরা ক্রমশ হেঁটে চলছিলাম স্বপ্নের সুড়ঙ্গ পথে
আমরা ক্রমশ অগ্রসর হচ্ছিলাম কাঙ্ক্ষিত গন্তব্যে

দুর্লভ আকাঙ্ক্ষায় কেঁপে উঠেছিলো বিশাল অন্তরীক্ষ
তীক্ষ্ণ আলিঙ্গনে লণ্ডভণ্ড হয়ে গেলো চারপাশ-
তবু নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল মোহাবিষ্ট শরীর।

জলরঙ ছবির মতো আমরা দুজনে রাঙিয়ে চলেছি জগৎ মন দেহে
আছি ভালোবাসায়, আছি মুগ্ধতায়, নেই অবিশ্বাস সন্দেহে।