Site icon Shaili Tv

রাশেদ রউফ-এর কিশোরকবিতা ‘ধানের গানে প্রাণের বাঁশি’

এখানে আকাশ নীল
কচি রোদ ঝিল মিল
এখানে ফুলের মৌ
ভেসে ভেসে যায়,

এখানে সাগর নদী
ছুটে চলে নিরবধি
ঘাসের উপরে হাওয়া
হেসে হেসে যায়।

এখানে ধানের গানে
রুপোলি মনকে টানে
মাঠ জুড়ে বেজে ওঠে
প্রাণের বাঁশি,

এখানে মাঝির পালে
হাওয়া লাগে তালে তালে
দূর থেকে ভেসে আসে
সোনালি হাসি।

সারাটা চলন বিল
বুকে রাখে গাঙচিল
ঠোঁট নাড়ে পাকা ধানে
বাদামী শালিক,

যখন ইচ্ছে করে
নীলিমায় ওড়ে ঘোরে
বাতাসের পাতা তারা
রোদের মালিক।

এখানে বিষ্টি নামে
তুলোট মেঘের খামে
এখানে সকাল হয়
পাখির ডাকে,

বনের সুপোরি গাছ
দেখায় তাদের নাচ
ডাক দিয়ে নিয়ে যায়
বনের বাঁকে।

এখানে ঘুঘুর ডাকে
বালক স্বপ্ন আঁকে
এখানে দিঘির জলে
মাছেরা ঘুমায়,

অচেনা ঘাসের কোলে
নীরবে মনটা দোলে
কখনো বিছানা পাতে
ঘন কুয়াশায়।

যখন সন্ধ্যা নামে
সব কোলাহল থামে
হেসে ওঠে ফুটফুটে
রাতের তারা,

আকাশে ও ঝোপঝাড়ে
নিভে জ্বলে বাবে বারে
দেখে যেন মনে হয়
ছন্নছাড়া।

এখানে পাহাড় বেয়ে
দীঘল ঝর্না মেয়ে
নেমে এসে থেমে থেমে
চলে অজানায়,

আঁধারের কালো জাল
সরিয়ে টালমাটাল
রুপোলি জোছনা এসে
ডাকে আয় আয়।

এখানে সূর্যসেন
বিপ্লবী সাইরেন
বাজিয়ে ভাঙিয়ে দিল
সব নীরবতা।

এখানে সবাই আছে
আমাদের খুব কাছে
আছে ক্ষুদিরাম বসু
আছে প্রীতিলতা-

রবীন্দ্র নজরুল
জগদীশ জয়নুল
হাছন লালন আর
শেখ মুজিবুর,

বুকের ভেতরে সুর
বেজে ওঠে সুমধুর
কখনো কখনো বাজে
মায়াবী নূপুর।

এই মেঘ এই চাঁদ
আবেগ ও আহ্লাদ
আমাদের এই দেশ
আমাদের প্রাণ,

এখানে জোছনা নামে
এখানে মেঘেরা থামে
এখানে স্বপ্ন আছে
সুখ অফুরান।

Exit mobile version