বাড়ি সাহিত্য কবিতা রিরি রিরি / কাসেম আলী রানা কবিতাচট্টগ্রামদেশসাহিত্য রিরি রিরি / কাসেম আলী রানা কাসেম আলী রানা প্রকাশিত : বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫০ অপরাহ্ণ 744 ঝিরি ঝিরি ভালোবাসা তিরি তিরি নদী, গিরি গিরি সবুজ আশা ফিরি ফিরি যদি! থিরি থিরি ঝর্না ধারা ছিঁড়ি ছিঁড়ি যায়, নিরি নিরি ছুটে চলা মিরি মিরি বায়! হিরি হিরি কোহিনুরে ভিরি ভিরি দাম মিরি মিরি চোখ সুখে কিরি কিরি খাম! সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো জাতীয় পতাকা / শিরিন আফরোজ এমন প্রাণবন্ত উদার ও হাস্যোজ্জ্বল মানুষ বিরল / অজয় দাশগুপ্ত আত্মসমর্পণ / মিলন বনিক