Site icon Shaili Tv

রেজাউল করিম স্বপন : সমকালকে ধারণ করা সমাজমনস্ক লেখক / রাশেদ রউফ

প্রাবন্ধিক রেজাউল করিম স্বপনের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম : ‘সমকালের কাঠগড়ায়’। তিনি সমকালকে ধারণ করা একজন সমাজমনস্ক লেখক। সমাজ, রাষ্ট্র, স্বচ্ছতা ও আদর্শের ক্ষেত্রে বরাবরই আপসহীন।একজন লেখকের যে বস্তুনিষ্ঠ ভাবসম্পদ থাকা দরকার প্রাবন্ধিক রেজাউল করিম স্বপনের মধ্যে তা রয়েছে। রয়েছে একটি নিরপেক্ষ ভাব। তাঁর সমস্ত প্রবন্ধ ও কলাম সংশ্লিষ্ট বিষয়ে তাঁর গভীর পর্যবেক্ষণের বহিঃপ্রকাশ। সাংগঠনিক কাজেও তিনি উদারহস্ত।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম একাডেমি, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি ও শৈলী প্রকাশনের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁকে পাই একজন দক্ষ সংগঠক হিসেবে। বলা যায়, রেজাউল করিম স্বপন যেমন একজন পরিপাটি, সুশৃঙ্খল ও নিষ্ঠাবান লেখক, তেমনি নিভৃতচারী সংগঠক।
আজ তাঁর জন্মদিন। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

Exit mobile version