Site icon Shaili Tv

লাখো নৌকার মাঝি একজন

নৌকা চড়ে হিজলপুরে প্রতিদিন সে যায়
বাপ দাদারই তালুক নৌকা সম্বল ও যে তাই।
আর ছিল না কোনো বাহন, পাল্কি গরুর গাড়ি,
সবার আদি ডিঙি নৌকা, চড়ে যায় যে বাড়ি।

পল্লি গানে, মাঝির টানে, নৌকা করে ভর,
সাত বছরের মেয়েটিও যায়, করতে পরের ঘর।
তাই শক্ত ছিল মনের বাঁধন, মাঝি কোথায় পাই,
তার যে জায়গা, সত্যি ছিল, মনে দিয়ে ঠাঁই।

এই নৌকা চড়ে, ব্যবসা করতো চাঁদ সওদাগর,
জমিদারি গড়ে তোলে, এই বাংলার উপর।
তাই এই নৌকা, এই বাংলার, অতি প্রিয় ধন,
লাখো নৌকার, এক যে মাঝি, বঙ্গবন্ধু যে জন।

Exit mobile version