বাড়ি সাহিত্য কবিতা শরৎ কবিতাচট্টগ্রামশিশু সাহিত্যসাহিত্য শরৎ গৌতম কানুনগো প্রকাশিত : রবিবার , ১১ অক্টোবর, ২০২০ ১০:৩০ পূর্বাহ্ণ 773 শরতের কাশফুলে সারা মাঠ ভরা প্রকৃতির মাঝে যেন সাদা রঙ গড়া। দূর হতে সবুজের ঢেউ লাগে কতো, কাশবন তার সাথে নাচে অবিরত। কুলকুলু বয়ে যায় আঁকা বাঁকা নদী বুখ ভরে সুখ নিই কাছে যাই যদি। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আত্মসমর্পণ / মিলন বনিক সেদিন জ্যোৎস্না ছিলো / হৈমন্তী তালুকদার প্রকৃতি শেখায় উদার হতে / লিপি বড়ুয়া