Site icon Shaili Tv

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন আগামী ৩০ সেপ্টেম্বর

মহামারীর সঙ্কটে ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন নিয়ে অভিভাবকদের উদ্বেগের মধ্যেই সার্বিক বিষয়ে অবহিত করতে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলন করবেন আগামী ৩০ সেপ্টেম্বর। বেশ কয়েকটি বার্তা সংস্থার খবরে তা নিশ্চিত করা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সে বিষয়ে ঘোষণা দিতে পারেন।
মহামারির কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে তোলার কথা রয়েছে।

Exit mobile version