বর্ষা ঋতুর বিজলি তুফান প্লাবন ভাঙন শেষে,
আশ্বিনেতে শরত এলো আলো ছায়ার বেশে।
শিউলি ফুলের গায়ের বরণ দুধ কমলায় মিলে,
শাপলা শালুক কলমি ফোটে গাঁয়ের ছোট্ট বিলে।
নদীর চরে কাশের দোলায় হৃদয় উঠে দোলে
শিউলি ঝরে ঘাসের বুকে লজ্জা রাঙা গালে।
সবুজ রঙা ফড়িং নাচে আউশ ধানের ক্ষেতে,
পল্লী মেয়ে উঠলো কেমন আনন্দেতে মেতে।
নীল শাড়িতে এলো কন্যা শিশির জলে নেয়ে,
হাওয়ার বেগে ডিঙি নৌকা ছলছলিয়ে বেয়ে।
যখন হাসে খিলখিলিয়ে নীল আকাশের বুকে,
ধবল মেঘের ভেলার সারি ছুটছে মনের সুখে।
রোদের কণা ঝিলিমিলি হিজল পাতার ফাঁকে
মাঝি মাল্লা বাইছে নৌকা ভরা নদীর বাঁকে।
শরত এলেই বর্ষা বিদায় কান্না ভেজা চোখে
ঋতু চক্রে ফিরবে আবার ফুটবে হাসি মুখে।