মাল্লা তুমি কোন পথে যাও রাত্রি হলে,
তোমার মতো, মানুষ কি আর সত্যি বলে
গাইতে গেলাম নদীর ব্যথা
বাঁধলো আমায় বিয়োগ গাঁথা
পুড়িয়ে জীবন শূন্যকথা মাজহাবের অতলে
মাল্লা তুমি কোন পথে যাও রাত্রি হলে।

আমার মতো তুমিও কি রোজ ফাগুন তারা গোনো
বুকের কথা বলবো কি আর মুখের কথা শোনো

তবু আমি তোমার মতো ঠিক জানি না বলে
শুদ্ধতারই ছাড়পত্র নিইনি কোন ছলে
মাল্লা তুমি কোন পথে যাও রাত্রি হলে।